আইসিটি প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ পলক বলেন, শৈশব থেকে মা বাবা কিংবা শিক্ষক সকলেই আমাদের অনুপ্রাণিত করেছেন
পাবলিক সার্ভিস হোল্ডার বা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে
উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করেছেন। একজন উদ্যোক্তা অসংখ্য কর্মসংস্থান সৃষ্টি করে।
আর অন্যদিকে একজন চাকরিজীবী সর্বোচ্চ একটা পরিবারের দায়িত্ব নেয় মাত্র। তাই নতুন প্রজন্মকে
ইনোভেটিব ও স্মার্ট হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হয়ে সমাজে ভূমিকা রাখতে হবে।
১ অক্টোবর রবিবার
চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী রোডস্থ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর মাহসা আমিনী ক্যাম্পাসের
কনফারেন্স হলে Startup Compass University Activation Programme-এ আইসিটি প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী
বলেন, একসময় আমরা ডাক বিভাগের মাধ্যমে টাকা আদান-প্রদান করতাম। সময় লাগতো ২ থেকে ৩
দিন। ২০১০ সালে ছোট আকারে যাত্রা শুরু করে বিকাশ ইনিশিয়েটিভ। মাত্র ১২ বছরের পথ চলায়
বিকাশ এখন বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। বিকাশের মাধ্যমে শুধু কম সময়ে ও নিরাপদে
টাকা আদান-প্রদানের সুন্দর সমাধান হয়েছে তা নয়, এর বদৌলতে হাজারো লোকের কর্মসংস্থান
সৃষ্টি হয়েছে। একটিমাত্র ইনোভেটিব এবং ক্রিয়েটিভ সলিওশান কিভাবে বৃহত্তর সমস্যার সমাধান
করার পাশাপাশি বিশাল একটা জনগোষ্ঠির কর্মক্ষেত্রে পরিণত হতে পারে এটি তার উত্তম উদাহরণ।
তাই শিক্ষার্থীদের অনুপ্রণিত করতে এখানে আমরা ইনোভেশান, ডিজাইন এবং এন্ট্রেপ্রেনিউরশিপ
একাডেমি স্থাপন করছি। Startup Compass কে সফল করতে হলে
ফান্ডিং, ট্রেনিং, ইনকিউবেশন এবং নেটওয়ার্কিং এ ৪টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করতে
হবে। এরই মধ্যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনকিউবেশন সেন্টার স্থাপনের
কাজ শুরু করেছি।
এসময় শিক্ষার্থীদের
উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, যদি তোমার একটি সৃজনশীল মন থাকে তবে তুমি তোমার সৃজনশীল
ধারণা দিয়ে যে কোন সমস্য সমাধান করতে পারবে। সব সমস্যাকে তুমি একা সমাধান করতে চেষ্টা
করো না। বিশ্বের বেশিরভাগ প্রতিষ্ঠিত কোম্পানী যৌথ প্রচেষ্টা ও অর্থায়নের কারনে সফল
হয়েছে। সুতরাং যৌথ প্রচেষ্টা ও অর্থায়ন খুবই গুরুত্বপূর্ণ। স্টার্টআপ বাংলাদেশ কোম্পানির
মাধ্যমে ইতোমধ্যে ৩০টি কোম্পানী বিনিয়োগ করেছে। যেমন শপআপ, চালডাল, পাঠাও, টেন মিনিটস
স্কুল ইত্যাদি।
এসময় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য ড. রোবানা হক-এর সভাপতিত্বে উপ-উপাচার্য ড. ডেভিড টেইলর ও ড. মিজানুর রহমান বক্তব্য রাখেন।
- মা.ফা.