চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জরুরী বহির্গমন মহড়া

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ আগস্ট ১৭, ০৭:২৩ অপরাহ্ন

নগরীর নাসিরাবাদ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরী বর্হিগমন পরিকল্পনা প্রণয়ন এবং দুর্যোগ মুহুর্তে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য চিলড্রেন এবং ইপসা'র সহায়তায় আজ ১৭ আগস্ট বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়।

 

বায়োজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ কবির হোসেনের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট টিম এবং ৮ নং শুলকবহর ওয়ার্ড আরবান কমিউনিটি ভলান্টিয়াররা এ মহড়া ও পরিকল্পনা ম্যাপিং কার্যক্রম পরিচালনা করেন।

 

মহড়া'র মাধ্যমে অগ্নিকান্ড ও ভূমিকম্পকালীন তাৎক্ষনিক শিক্ষার্থীরা কিভাবে নিজেদের রক্ষা করবে, কিভাবে নিরাপদে বিদ্যালয় থেকে বের হবে, শ্রেণীকক্ষ থেকে নিরাপদে বেরিয়ে আসার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, বহুতল ভবনে একটির অধিক সিঁড়ি না থাকলে এবং একাধিক সিঁড়ি থাকলে করণীয়, জরুরী বহির্গমনের ক্রমবিন্যাস, অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার সম্পর্কিত বিভিন্ন সেশন ব্যবহারিকসহ শিক্ষার্থীদের দেখানো হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী কাউন্সিল সদস্যদের নিয়ে জরুরী বর্হিগর্মন পরিকল্পনা প্রণীত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস ফারহানা খানম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য পাপড়ি বড়ুয়াসহ বিদ্যালয়ের শিক্ষকরা, ইপসা প্রয়াস-২ প্রকল্পের কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম, ফাহমিদা নুর, ওসমান গণি প্রমুখ।

- অ.হো 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework