চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের (সিইউবিএএ) তৃতীয় পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর শুক্রবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে চবি ক্যাম্পাসে আয়োজিত পুনর্মিলনী
উৎসবে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- বর্ণিল র্যালি, আলোচনা সভা, সেমিনার, উন্মুক্ত
আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র।
এ উপলক্ষে সকালে
চবি বোটানিক্যাল গার্ডেনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন চবি উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল)
এনএম জিয়াউল আলম এবং স্বাগত বক্তব্য রাখেন সিইউবিএএ’র সহ-সাধারণ সম্পাদক
শাহাবউদ্দিন আরিফ। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও সিইউবিএএ এর যৌথ
উদ্যোগে 4IR Application in Botanical Studies for Smart Bangladesh শীর্ষক সেমিনারে
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব (পিআরএল) ড. মো. আবদুল মান্নান এবং Biotechnology : A Tool for Face Lifting Smart
Bangladesh' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো.
মোশারফ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও
সিইউবিএএ’র এলামনাই ফারহানা
রুমঝুম ভূঁইয়া ও এলামনাই জুলিয়া জেসমিন হক মিলি।
উপাচার্য তাঁর
বক্তব্যে বলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ চবির পুরনো একটি সমৃদ্ধ বিভাগ। এ বিভাগে অনেক প্রথিতযশা
শিক্ষক-গবেষক শিক্ষকতা করেছেন এবং করছেন। এ সকল পন্ডিত শিক্ষক-গবেষকদের সান্নিধ্যে
থেকে প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে নিযুক্ত
হয়ে দেশ-জাতির সেবায় কাজ করে যাচ্ছেন। এটি
এ বিভাগ তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধা ও প্রফেসর ড. আবুল খায়ের। এ ছাড়াও অনুষ্ঠানে চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত বরিষ্ট শিক্ষকবৃন্দ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন ও শিক্ষকবৃন্দ, সিইউবিএএ’র অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সৈয়দ নাজমুল হক, সিইউবিএএ’র সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- মা.ফা.