বাংলাদেশের তরুণ
প্রজম্মকে দক্ষ ও ডিজিটাল কর্মশক্তিতে রূপান্তর করতে 'কোডার্সট্রাস্ট' অগ্রণী ভূমিকা
পালন করছে। নতুন প্রজন্মকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে,
তাদেরকে পরিবর্তনশীল পৃথিবীতে খাপ খাইয়ে নেওয়ার যোগ্য করে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।'
এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চট্টগ্রামে কোডার্সট্রাস্টের ক্যাম্পাস উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
১৩ জুন মঙ্গলবার
দুপুরে নগরীর আগ্রাবাদ হোটেলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগ্রাবাদের ক্লিফটন
প্লাজায় এই দিন চালু করা হয় কোডার্সট্রাস্টের চট্টগ্রাম ক্যাম্পাস।
ডা. দীপু মনি
বলেন, কোডার্সট্রাস্ট এখন চট্টগ্রামে তাদের প্রতিষ্ঠান নিয়ে এসেছে। চট্টগ্রামের মানুষের
জন্য এটা আনন্দের বিষয়। দেশের শিক্ষা ব্যবস্থায় জরুরি একটি বিষয় এই তথ্য প্রযুক্তির
দক্ষতা। কোডার্সট্রাস্ট সেই সুযোগই এখানে সৃষ্টি করছে। এখানে কেউ টেকনোলজি নিয়ে কাজ
করবে, কেউ রোবটিক্স আবার কেউ সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবে।
কোডার্সট্রাস্টের
প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও পুরস্কারজয়ী আইটি উদ্যোক্তা আজিজ আহমদের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা
সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন
আখতার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, চট্টগ্রামের বিভাগীয়
কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি ও চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ
ফখরুজ্জামান।
উদ্বোধনী কর্মসূচিতে ইউনিভার্সিটি ফর পিস, সিম্পলিলার্ন, ডিসকভারি এডুকেশন, থিম্বলর মতো কোডার্সট্রাস্টের আন্তর্জাতিক পার্টনারদের কার্যক্রম তুলে ধরা হয়।
- মা.ফা.