গণিত অলিম্পিয়াড
আমাদের ব্যতিক্রমী উদ্যোগ। গণিত সমাধানে ধৈর্য না হারিয়ে বার বার চেষ্টা করতে হবে,
এই অভ্যাসটাই শিক্ষার্থীদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। গণিত অলিম্পিয়াড উৎসবের পুরষ্কার
বিতরণ অনুষ্ঠানে এমনটাই বলেন, এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান।
২৯ অক্টোবর শনিবার
‘স্মার্ট কিডস
ফেস্টিভ্যাল’ শিরোনামে নগরীর আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলে
আয়োজিত গণিত অলিম্পিয়াড উৎসবের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস.এম লোকমান কবির। এপিক হেলথ কেয়ারের
৫০০ এর অধিক কর্মকর্তা কর্মচারীদের ছেলেমেয়েদের নিয়ে আয়োজন করা হয় এ গণিত অলিম্পিয়াড
উৎসব।
স্পেশাল, প্রাইমারি,
জুনিয়র ও সেকেন্ডারি এই চার গ্রুপে প্রতিযোগিরা ঘন্টাব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ
করে এবং যাচাই-বাছাই শেষে ১২ জনকে পুরস্কৃত করা হয়। বাচ্চাদের দেয়া হয় শান্তনা পুরস্কার।
এই অলিম্পিয়াডে
স্ট্রাটেজিক পার্টনার ছিল অব্যয় নামের একটি সংগঠন ও ভেন্যু পার্টনার ছিল আল হিদায়াহ
ইন্টারন্যাশনাল স্কুল। প্রোগ্রাম সমন্বয়ক ছিল যৌথভাবে অব্যয়ের সাধারণ সম্পাদক শিহাব
অনিক ও এপিকের কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার জহির
রায়হান। উপস্থিত ছিলেন রেজাউল করিম, হাবিবা হক, সাইফুল ইসলাম, মৃদুল ইসলাম প্রমুখ।
- মা.সো