কেবল নামে নয়,
কর্মগুণে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হয়ে উঠছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।
বাংলাদেশে কর্মরত সকল বড় প্রতিষ্ঠানকে এক মঞ্চে এনে নিজেদের শিক্ষার্থীরা ছাড়াও চট্টগ্রামের
সকল চাকরিপ্রত্যাশীদের সুযোগ করে দেওয়া এরই দৃষ্টান্ত। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে
আয়োজিত প্লেসমেন্ট ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
এ কথা বলেন সাবেক মন্ত্রী ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ
আল নোমান।
৩ ফেব্রুয়ারি
শুক্রবার সকালে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে আয়োজিত দুইদিনব্যাপী প্লেসমেন্ট ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ইডিইউ উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। যুক্তরাজ্যের বেনগর
ইউনিভার্সিটি ও এএইচজেড এসোসিয়েটস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ চাকরিমেলা ৪ ফেব্রুয়ারি
শনিবার সন্ধ্যা ৬টায় শেষ হবে। প্রায় ৪০টি চাকরিদাতা প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
চট্টগ্রামে বসবাসরত
তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্যে চাকরিপ্রত্যাশী ও চাকরিদাতাদের এ মিলনমেলার
আয়োজন করা হয়েছে। ইডিইউর শিক্ষার্থীরা ছাড়াও চাকরীপ্রত্যাশী সকলেই এতে অংশ নিতে পারছেন।
বাংলাদেশে পরিচালিত ৪০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে এনে চাকরিদাতা ও প্রার্থীদের
মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের পাশাপাশি ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে প্যানেল
ডিসকাশনের আয়োজন রয়েছে।
প্লেসমেন্ট ডে’তে প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন পদে নিয়োগ দিতে সিভি গ্রহণ, সরাসরি সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষা নিচ্ছে। এছাড়া, দর্শনার্থীরা প্রতিষ্ঠানগুলোতে চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য, সুযোগ-সুবিধাসমূহ এবং ইন্টার্নশিপের বিষয়েও জানতে পারছেন।
- মা.ফা.