চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আইন অনুষদ ও এ.কে খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘Law Reform-A Comparative Approach and International
Perspectives: Bangladesh in Context’ শীর্ষক ‘৬ষ্ঠ এ.কে খান
স্মারক আইন বক্তৃতা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল সোমবার
সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ.কে খান আইন অনুষদ মিলনায়তনে আয়োজিত স্মারক বক্তৃতা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আইন অনুষদের
ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চবি উপ-উপাচার্যদ্বয় এবং এ.কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি এ.এম জিয়াউদ্দিন খান। অনুষ্ঠানে
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের পোর্টসমাউথ ইউনিভার্সিটি ল স্কুলের ইন্টারন্যাশনাল
এন্ড বিজনেস ল-এর চেয়ার প্রফেসর ড. এ.এফ.এম মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন চবি
আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী। চবি আইন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মঈন
উদ্দীনের সঞ্চালনায় স্মারক বক্তৃতা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি
আইন বিভাগের প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন খালেদ ও প্রফেসর ড. মুহাম্মদ শাহীন চৌধুরী।
প্রধান অতিথি
বলেন, প্রতিবছরই চবি আইন অনুষদ ও এ.কে খান ফাউন্ডেশন আইন বিষয়ে যৌথভাবে স্মারক বক্তৃতার
আয়োজন করে থাকে যা অত্যন্ত প্রশংসনীয়। আজকের এ স্মারক বক্তৃতায় আন্তর্জাতিক ও বাংলাদেশের
প্রেক্ষাপটে আইনের সংস্কার এবং এর প্রয়োগ সম্পর্কে তুলনামুলক আলোচনা ও গুরুত্বপূর্ণ
দিক নির্দেশনা উঠে এসেছে।
স্বারক বক্তৃতা অনুষ্ঠানে আইন বিভাগের বরিষ্ঠ শিক্ষক প্রফেসর মো. মোর্শেদ মাহমুদ খানসহ আইন অনুষদের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- মা.ফা.