চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বার্ষিক ক্রীড়া উৎসব শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ১৫, ০৬:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হল ‘আলাওল হল’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধনের মাধ্যমে ‘বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উৎসব-২০২৫’ শুরু হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার সকালে চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, উচ্চতর বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মানসিকভাবে সুস্থ থাকেন এবং শৃঙ্খলার মাধ্যমে প্রতিযোগীদের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন। উপাচার্য আরও বলেন, শরীরকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ শরীর ও প্রফুল্ল মনের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি লেখাপড়ায় সাফল্য লাভের পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলায় সুকৃতি রেখে জীবনে নবতর অনুপ্রেরণা সৃষ্টি করবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। পরে উপাচার্য ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, আলাওল হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়ামোদী শিক্ষার্থী এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।


- মা.ফা.

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework