তৃণমূলের নেতারাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ এপ্রিল ০১, ১২:১৫ অপরাহ্ন

দীর্ঘদিন ধরে আমাদের দলকে আপনারাই গ্রাম, পাড়া ও মহল্লায় ধরে রেখেছেন। আপনারাই হচ্ছেন দলের রক্ত সঞ্চালনকারী। এবং আওয়ামী লীগ আজ যুগ যুগ ধরে আপনাদের সহযোগিতায় টিকে আছে। আপনাদের মূল্যায়নের প্রয়োজন আছে বলেই আজকে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। আপনারাই হচ্ছেন আওয়ামী লীগের প্রাণ। ৩০ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ (মধ্য) তৃণমুলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনাফ সিকদার’র সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশ্তী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার বক্তৃতা করেন। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ, ওর্য়াড ও মহল্লা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশ বদলে গেছে। সারা দেশের প্রত্যেকটি ইউনিয়নে হাজার হাজার মানুষ সরকারের উপকারভোগী। সমগ্র দেশের সাথে আমাদের রাঙ্গুনিয়া যেভাবে বদলে গেছে তা আজ মানুষের কল্পনার বাইরে। এ পরিবর্তন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সম্ভব হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ পরিবর্তনের অংশীদার।

 

এসময় তিনি আরো বলেন, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে রাঙ্গুনিয়ার প্রত্যেকটি ওয়ার্ডে আমরা তিনটি করে ইউনিট গঠন করেছি। গত চৌদ্দ বছরে দেশে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। একারণে দেশের অনেক পরিবর্তন হয়েছে। এ পরিবর্তন তৃণমূল নেতাদের হাটে, মাঠে, ঘাটে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। নির্বাচন সন্নিকটে তাই এ উন্নয়নের গল্প মানুষের কাছে তুলে ধরতে পারলে নৌকার বিজয় নিশ্চিত।


- মা.ফা.


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework