‘ব্লক-বাটিক ও টাই-ডাই’ শীর্ষক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ আগস্ট ২৮, ০৩:১০ অপরাহ্ন

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে প্রতিষ্ঠান ও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে ৫ দিনব্যাপী ‘ব্লক-বাটিক ও টাই-ডাই’ শীর্ষক প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পুনাক সিএমপি-এর সভানেত্রী রিতা দাশ।  

২৭ আগস্ট শনিবার সকালে পুনাক সিএমপি-এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিকে এই প্রশিক্ষন আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানিয়ে পুনাক সিএমপি-এর সভানেত্রী আরো বলেন এই প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে পুনাক কর্মীরা তাদের দক্ষতা অর্জনে সক্ষম হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, এই প্রশিক্ষণ কর্মকান্ডের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মাঝে যৌথভাবে কাজ করার সুযোগ আরো একধাপ এগিয়ে গেল। চিটাগাং উইম্যান চেম্বার সবসময় নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পুনাক কর্মীরাও যদি নারী উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায় তাহলে চিটাগাং উইম্যান চেম্বার সবসময় তাদের পাশে থাকবে।

 

পুনাক সিএমপি-এর সাধারন সম্পাদিকা ইসমত আরা শিমুর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক বেবী হাসান, শাহেলা আবেদীন, সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী এবং পুনাক, সিএমপি-এর সহ-সভানেত্রী রুবি ইয়ামসিন, কোষাধ্যক্ষ মুনমুন হোসেন, সহ-কোষাধ্যক্ষ রুমানা শারমিন আক্তার, স্থায়ী সদস্য নার্গিস হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সদস্য ও প্রশিক্ষক রেহনুমা মরিয়ম তুলি, শারমিন আক্তার এবং পুনাক সিএমপি-এর সদস্যবৃন্দ।

 

৫ দিনব্যাপী ‘ব্লক-বাটিক ও টাই-ডাই’ শীর্ষক এ প্রশিক্ষনে অংশগ্রহন করে ৩০ জন নারী উদ্যোক্তা।


- নু.বা

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework