করোনা মহামারীর কারণে গত দুই বছর মেলা আয়োজন বন্ধ থাকার পর ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০২২ আগামী ৩১ মে ২০২২ তারিখ চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আরম্ভ হতে যাচ্ছে। এ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ উপলক্ষে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। চেম্বার সভাপতি ও সিআইটিএফ কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, মেলা কমিটির কো-চেয়ারম্যানবৃন্দ, সদস্যবৃন্দ এবং চেম্বার পরিচালকমন্ডলী এসময় উপস্থিত ছিলেন।
মাসব্যাপী আয়োজিত এ মেলায় অন্যান্য বছরের ন্যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। একই সাথে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত গ্রুপ তাদের পণ্যের সম্প্রসারণে বিভিন্ন প্যাভিলিয়ন সাজিয়ে তাদের পণ্যের সমাহার দর্শকদের জন্য উন্মুক্ত রাখবেন। এবারের মেলায় একটি আধুনিক বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করা হবে। এতে বাতিঘরের সহায়তায় বঙ্গবন্ধুর আত্মজীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
মেলার ব্যাপ্তি প্রায় ৪ লক্ষ বর্গফুট। এতে ১৭ টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৩ টি প্রিমিয়ার স্টল, ৯৯ টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১৪ টি ফুড স্টল, ২ টি আলাদা জোন নিয়ে ৩৭০ টি স্টলে ৩১০ এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সর্বসাধারণ যাতে ব্যাপকহারে এ মেলা পরিদর্শন করতে পারে, সে লক্ষ্যে দর্শনার্থীর টিকেটের মূল্য গতবারের ন্যায় ১৫/-(পনের) টাকা রাখা হয়েছে। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত চলবে।
- সংবাদ বিজ্ঞপ্তি
- জা হো ম