চট্টগ্রামে হালিশহর
আবাহনী মাঠে শুরু হয়েছে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড্ ইন্ডাষ্ট্রি আয়োজিত
৩য় বাংলাদেশ সিএমএসএ্মই বাণিজ্য মেলা-২০২৩। ১৪ জানুয়ারি শনিবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড্ ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম.এ. লতিফ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি প্রেসিডেন্ট মাহবুবুল আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমএসএমই ব্যাংকিং স্পেশালিষ্ট আলী সাবেত। স্বাগত বক্তব্য রাখেন ৩য় বাংলাদেশ সিএমএসএ্মই বাণিজ্য মেলা-২০২৩ এর চেয়ারপার্সন জেসমিন আক্তার।
- মা.সো.