২০১০ সালে শিল্প পুলিশ সৃষ্টির পর থেকে দেশের গার্মেন্টস সেক্টরসহ অন্যান্য শিল্প-কারখানায় অরাজকতা অনেকটা কমে এসেছে। শ্রমিক অসন্তোষও নেই। এর ধারাবাহিকতা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সবসময় পাশে থাকবে। সকল শিল্প প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে মালিক-শ্রমিকের মধ্যে ঐক্যের বিকল্প নেই। চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উদ্যোগে শিল্প এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে শিল্প কারখানার মালিক, শ্রমিক প্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধান অতিথি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (অতিরিক্ত আইজি) ও সাবেক সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম।
১১ সেপ্টেম্বর রবিবার সকালে নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত সভায় প্রধান অতিথি আরও বলেন, চট্টগ্রাম আমার প্রিয় শহর। এখানে পুলিশ কমিশনার হিসেবে কর্মকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল, বর্তমানেও রয়েছে। এ শহরকে নিরাপদ রাখা সকলের দায়িত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। সরকারের দৃশ্যমান উন্নয়ন কর্মকান্ড সহ্য করতে না পেরে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা যে কোন মুহুর্তে শিল্প-কারখানায় অরাজকতাসহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, দি টিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, নবাগত জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, চিটাগাং চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।
অতিরিক্ত পুলিশ সুপার শম্পা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেপজা’র জিএম মশিউদ্দিন বিন মেজবাহ, জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিজিএমইএ’র ২য় সহ-সভাপতি মো. রাকিবুর রহমান চৌধুরী, শিপ ব্রেকার্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. আবুল কাশেম, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী ও শ্রমিক প্রতিনিধি নাসরীন সুলতানা প্রমূখ। এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিভিন্ন স্তরে কর্মরত পদস্থ কর্মকর্তাবৃন্দ, ইপিজেড, কেইপিজেডসহ বিভিন্ন শিল্প-কারখানার মালিক-শ্রমিক-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলুসহ বীর মুক্তিযোদ্ধাগণ।
- মা.ফা