জাপানের মিতসুবিশি গ্রুপ ও জেটরো বাণিজ্য
প্রতিনিধিদলের সাথে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নেতৃবৃন্দের মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড
ট্রেড সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বারের ভাইস প্রেসিডেন্ট
সৈয়দ মোহাম্মদ তানভীর।
চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী
স্বপন, অঞ্জন শেখর দাশ, নাজমুল করিম চৌধুরী শারুন, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ
নাসিরুল আলম ফাহিম, চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, প্রাক্তন সিনিয়র
সহ-সভাপতি ওমর হাজ্জাজ এবং জাপানের মিতসুবিশি ইলেক্ট্রিক কর্পোরেশনের ওভারসীস প্ল্যানিং
এন্ড এডমিন ডিপার্টমেন্টের ইউসুকে ইজুমি, টোকিও মেরিন এন্ড নিশিদো ফায়ার ইন্স্যুরেন্স
কোম্পানী লিমিটেডের ম্যারিকো উমেহারা, মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের ইনভেস্টর রিলেশন্স
ডিপার্টমেন্টের কোটারো সুগানুমা, মিতসুবিশি মোটরসের গ্লোবাল মার্কেটিং ডিপার্টমেন্টের
রাইও নাগামাতসু, মিতসুবিশি কর্পোরেশনের গ্লোবাল রিসার্চ ডিপার্টমেন্টের কাজুহিকো ইজুকা,
লিয়াঁজো অফিসার কেইসুকি ইয়ামাদা, ঢাকা থেকে জেটরোর কাজুনরি ইয়ামাদা ও ইশরাত জাহান এতে
অংশগ্রহণ করেন।
ব্যবসায়ীরা বলেন, ভৌগোলিক অবস্থান এবং
ক্রমবর্ধমান অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রাম বিনিয়োগ ও বাণিজ্যের একটি আকর্ষণীয়
অঞ্চল হিসেবে রূপান্তর হয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে জাপানী
বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে অটোমোবাইল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং
ও গাড়ীর যন্ত্রাংশ উৎপাদনসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন সভায় অংশগ্রহণকারী
শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা।
জাপানের প্রতিনিধিদল চট্টগ্রামের বিভিন্ন
অবকাঠামো পরিদর্শন করে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। তারা
বলেন, জাপানী কোম্পানীগুলোর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। এ জন্য বাংলাদেশ সরকারকে
বিদেশী বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে ও নীতিমালা আরো সহজীকরণ করার আহবান জানান
তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইপিজেড ইনভেস্টর
ক্লাবের সহ-সভাপতি খাজা মোহাম্মদ ফরহাদ, পরিচালক জিন্নাহ চৌধুরী, পিএইচপি মোটরসের এমডি
মো. আক্তার পারভেজ, রিলায়েন্স এসেট্স্ এন্ড ডেভেলাপমেন্টস (বিডি) লিমিটেডের পরিচালক
ওমর মোক্তাদির, ডেলমাস এ্যাপারেলসের এমডি রায়হান শামস, নোভো সিল লিমিটেডের এমডি সাব্বির
আহমেদ, লুব-রেফের পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ, ইউরো গ্যাস এলপিজির পরিচালক চৌধুরী
ইয়ামিন আমিন, মোস্তফা গ্রুপের পরিচালক তাইমুর রহমান, মেরিডিয়ান ফুডসের পরিচালক আকিব
কামাল, আরটিটি টেক্সটাইল গ্রুপের পরিচালক তানভীর আহমেদ, হোসেন ট্রেডার্সের পরিচালক
শেখ মেহজাবির হোসেন, মিউচ্যুয়াল গ্রুপের জোনায়েদ আহমেদ রাহাত, এজেড কনসালটেন্টের আহমেদ
জিবরান, বারভিডার হাবিবুর রহমান খান, বিএসআরএম গ্রুপের মনির হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
সহযোগী অধ্যাপক ড. আরিফ ইফতেখার প্রমূখ।
মতবিনিময় সভায় চট্টগ্রামের ১৮টি সেক্টরের
৩০ জন উদ্যোক্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। একই
দিনে প্রতিনিধিদল কবির শিপ রিসাইক্লিং লিঃ এবং সিসিসিআই জাপান ডেস্ক পরিদর্শন করেন।
এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)।
- মা.ফা