ওয়েল ফুডস লিমিটেডের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে বন্দরনগরীর একমাত্র আইএসও: ১৫১৮৯ এক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার। এপিক হেলথ কেয়ার-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) টি.এম হান্নান ও ওয়েল ফুডস-এর পক্ষে ম্যানেজার অপারেশন আশিক উল্লাহ্ চুক্তিতে স্বাক্ষর করেন।
৬ সেপ্টেম্বর মঙ্গলবার আয়োজিত দ্বিপাক্ষিক সেবা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়েল ফুডস-এর পক্ষে উপস্থিত ছিলেন, সিনিয়র ম্যানেজার অপারেশন মো. শহিদ, ম্যানেজার এইচ.আর এন্ড এডমিন মো. আলাউদ্দিন, মো. শাহজাহান, এপিক হেলথ কেয়ারের পক্ষে ডিরেক্টর বিজনেস ডেভলপমেন্ট জসিম উদ্দিন, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড জহির রায়হান, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে ওয়েল ফুডস-এর সকল ডিরেক্টর, শেয়ার হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ এপিক হেলথ কেয়ারের সকল সেবায় বিশেষ সুবিধা লাভ করবেন এবং এপিক হেলথ কেয়ার-এর সকল ডিরেক্টর, শেয়ার হোল্ডার, প্রিভিলেইজ কার্ড হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ ওয়েল ফুডস-এর বিভিন্ন পণ্যে ও আউটলেটে ডিস্কাউন্ট সুবিধা লাভ করবেন।
- মা.সো