চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হালিশহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৮ এপ্রিল) সোমবার বিকালে নগরীর বড়পুলস্থ হালিশহর শাখা কার্যালয়ে ব্যাংকের হালিশহর শাখা প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে "সার্বজনীন কল্যাণে মাহে রমজান" শিরোনামে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী স্কলারস লেকভিউ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন মাহদী। প্রধান বক্তা ছিলেন পতেঙ্গা ইসলামীয়া ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যাপক মাহমুদুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন মোহাম্মদ তাওহীদুল ইসলাম। প্রধান অতিথি মাওলানা নুরুল আমিন মাহদী বলেন, ইসলামী ব্যাংক একটি কল্যাণ মুখী ব্যাংক। দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি ও বেকারত্ব দূরীকরণে এ ব্যাংক অগ্রনী ভুমিকা পালন করেছে। তিনি আরো বলেন, রমজান একটি সার্বজনীন কল্যাণমূলক মাস। এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে সবাইকে তাকওয়া অর্জনের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। প্রধান বক্তা অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, সুদমুক্ত ব্যাংকিং ধারার প্রবর্তক হচ্ছে ইসলামী ব্যাংক। শরীয়াহ প্রতিপালনের মাধ্যমে দেশের জনগণকে ইসলামের একটি মহাপাপ থেকে রক্ষা করে যাচ্ছে। সূদের অভিশাপ থেকে জাতিকে রক্ষা করার জন্য এ ব্যাংক মূখ্য ভুমিকা পালন করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে মো. নাজিম উদ্দিন বলেন, ইসলামী ব্যাংক জনগণের সুবিধার জন্য। জনগণের অর্থনৈকিত লেনদেনকে পরিপূর্ণ করে তাদের আর্থিকভাবে সচল করাই আমাদের মূল কাজ। তিনি ইসলামী ব্যাংকের নানামূখী কর্মকান্ড তুলে ধরেন এবং ব্যাংকের সেবাসমূহ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।
প্রেস রিলিজ
মা.ফা/জা.হো.ম