চট্টগ্রাম বন্দর
কর্তৃপক্ষের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৩৭ তম বন্দর দিবস উদযাপন করা হয়। ২৫ এপ্রিল
বৃহস্পতিবার সকালে বন্দর ভবন চত্বরে চবক-এর সদস্যগণ ও বিভাগীয় প্রধানদের নিয়ে আনুষ্ঠানিক
পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ
সোহায়েল এবং বন্দর পতাকা উত্তোলন করেন সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান।
একই সময়ে চট্টগ্রাম
বন্দরে অবস্থানরত সকল জলযান ও জাহাজ হতে একনাগাড়ে এক মিনিট হুইসেল বাজানো হয়। বন্দর
দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলনের পর চেয়ারম্যান বন্দর ভবন ফয়ারে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের
নিয়ে বন্দর দিবসের কেক কাটেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
১৩৭তম বন্দর দিবস উপলক্ষ্যে এসময় ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম বন্দর অফিসার্স এসোসিয়েশন, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ, বন্দরের বিভিন্ন স্টেকহোল্ডার এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
- মা.ফা.