চট্টগ্রাম বন্দরের
শ্রমিক কর্মচারীরা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য মালিক কর্তৃক বোনাস প্রদানের
পাশাপাশি চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে ৬,৭২১ জন নিবন্ধিত শ্রমিক-কর্মচারীকে জনপ্রতি
৭,০০০/- টাকা করে সর্বমোট ৪,৭০,৪৭,০০০/- টাকা প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
২ এপ্রিল মঙ্গলবার দুপুরে বন্দর ভবন প্রাঙ্গনে ১৫ জন শ্রমিক-কর্মচারীকে প্রতিকী হিসেবে নগদ অর্থ হস্তান্তর করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল। বাকী শ্রমিক কর্মচারীদের জন্য স্ব স্ব বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর ও শীপ হ্যান্ডলিং অপারেটরদের বরাবরে চেক প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবক-এর সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম ফজলার রহমান, চবক-এর সকল বিভাগীয় প্রধান, বার্থ, শীপ ও টার্মিনাল অপারেটর এসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী এবং অন্যান্য বার্থ, টার্মিনাল ও শীপ হ্যান্ডলিং অপারেটর নেতৃবৃন্দ, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ নেতৃবৃন্দ ও শ্রমিক কর্মচারীগণ । অনুষ্ঠান সঞ্চালনা করেন চীফ ওয়েলফেয়ার অফিসার ও চবক-এর চীফ পারসোনেল অফিসার জনাব মো. নাসির উদ্দিন।
- মা.ফা.