জলবায়ু পরিবর্তন শুধু বাংলাদেশেরই সমস্যা নয়, এটি বৈশ্বিক ইস্যু। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবশ্যই সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে।
চট্টগ্রাম বিভাগে জলবায়ু পরিবর্তন, গ্রীন ক্লাইমেট ফান্ড ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পরিবেশ বিষয়ক কার্যক্রম সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বর্তমান সরকার ব্যাপক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়ে তিনি আরো বলেন, এ বিষয়ে জনগণকেও আরো ব্যাপকভাবে সচেতন হতে হবে। বনভূমি ধ্বংস বন্ধ করার পাশাপাশি বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার রোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
আজ ১০ মে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর সহযোগিতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
সভায় অন্যান্য বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের কৃষিখাত। কৃষিকে এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। অগ্রাধিকারভিত্তিতে লবণাক্ততা সহিষ্ণু, খরাসহিষ্ণু, জলমগ্নতা সহনশীল, উচ্চ তাপমাত্রা সহনশীলসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষের উপযোগী ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসলের জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণে আমাদের বিজ্ঞানী ও কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে ইতোমধ্যে অনেক সফলতাও এসেছে।
সভায় জানানো হয়, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় চট্টগ্রামসহ বিভাগের ৭টি উপকুলীয় জেলা এলাকায় পিকেএসএফ-এর পক্ষ থেকে দু’টি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রতিটি প্রকল্পের বাজেট ধরা হয়েছে পাঁচ কোটি ডলার।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে ও কোডেক প্রতিনিধি ইন্দ্রানী কানুনগোর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে গ্রীন ক্লাইমেট ফান্ডের কার্যপরিধি ও চট্টগ্রাম বিভাগে জলবায়ু পরিবর্তন বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন বিশেষ অতিথি, পিকেএসএফ’র উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ। স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ-এর উপ-নির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রাইভেট সেক্টরে প্রশমন সংক্রান্ত কার্যক্রমে জিসিএফ-এর অর্থায়ন বিষয়ক উপস্থাপনা করেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর জিসিএফ’ ইউনিট প্রধান এম. মুসলেহ উদ্দিন।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ নাথ, বিশিষ্ট লেখক অধ্যাপক ইদ্রিছ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক আয়েশা আক্তার, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌস আনোয়ারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, উন্নয়ন সহযোগী, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
- সংবাদ বিজ্ঞপ্তি
- জা.হো.ম