আহলে বায়তের স্মরণে আয়োজিত কারবালা মাহফিলে
বক্তাগণ বলেন, মুসলিম উম্মাহ’র জন্য এটি একটি শোকাবহ দিন। পৃথিবীর ইতিহাসে
এটি আর একটি স্মরণীয় দিন। এইদিন মহানবী (দ)’র দৌহিত্র হযরত
ইমাম হোসাইন (রা) ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। রাসুল পরিবারের এই আত্মত্যাগ ইসলামকে
করেছে আরো সমুন্নত আরো উজ্জ্বল। ন্যায়-নীতি ধর্মীয় অনুশাসন মেনে চলাই হলো কারবালার
শিক্ষা। আর এই পবিত্র মাস মহররমকে যথাযথ মর্যাদার মাধ্যমে পালন করা সকলের নৈতিক দায়িত্ব।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র
এম মনজুর আলমের উদ্যোগে ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায়
মাসব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের দশম দিন ১০ মহররম পবিত্র আশুরার দিন উত্তর কাট্টলী
মোস্তফা হাকিম কলেজ প্রাঙ্গণে সম্পন্ন হয়। আহলে বায়তের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা সভা,
খতমে কুরআন, খতমে বুখারী, মিলাদ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় শোহাদায়ে কারবালা
মাহফিলের দশম দিবসের আয়োজন।
দশম দিবসের অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে
উপস্থিত ছিলেন শাহজাদা-এ গাউছুল আজম হযরত আলহাজ্ব শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দিন
আহমদ আল হাসানী আল মাইজভান্ডারী (ম.জি.আ), সাজ্জাদানশীন গাউছিয়া রহমান মঞ্জিল, মাইজভান্ডার
দরবার শরীফ, ফটিকছড়ি, চট্টগ্রাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া আহমদিয়া
সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুফতি মুহাম্মদ অছিয়র রহমান আল
কাদেরী (ম.জি.আ)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি আমতল ছিদ্দিকিয়া মঈনিয়া দাখিল
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাকের আনসারী। তাহের মনজুর সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা
ফরিদুল আলম, মাওলানা আব্দুল মান্নান।
জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার
আরবি প্রভাষক মাওলানা সৈয়দ ইউনুছ রজবীর সঞ্চালনায় অনুষ্ঠানে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুফতি,
মুহাদ্দেস ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান
মেহমান শাহজাদা-এ গাউছুল আজম হযরত আলহাজ্ব শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল
হাসানী আল মাইজভান্ডারী (ম.জি.আ) ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব নিজামুল আলম রাজু। এতে আরো উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম ও মনজুর আলমের দৌহিত্র নাভিদ আব্দুল্লাহ মনজুর। এভাবে মাসব্যাপী চলবে শোহাদায়ে কারবালা মাহফিল।
- মাঈন উদ্দিন সোহেল