দশদিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ০১, ০৫:১৫ অপরাহ্ন

আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনায় শুরু হয়েছে দশদিনব্যাপী আহলে বায়তে রাসূল (দঃ) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল। আরবি নতুন বছর পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে ১লা মহররম থেকে ১০ মহররম পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব নগরির বিভিন্ন স্থানে আহলে বায়তের উপর আলোচনা, খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিদিন মাহফিলে দেশবরেণ্য খ্যাতিমান ওলামা মাশায়েখগণ আলোচনা ও দোয়া-মুনাজাত পরিচালনা করবেন।

 

মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সারওয়ার আলমের সভাপতিত্বে প্রথমদিন পহেলা মহররম উত্তর কাট্টলীস্থ এইচ.এম ভবন থেকে শুরু হয় উক্ত মাহফিল। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার ইসলামী চিন্তাবীদ আল্লামা মাওলানা আবু কাইছার (ম.জি.আ)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ইউনুছ রজবী ও মাওলানা আব্দুল মান্নান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর ও সমাজ সেবক নেছার আহাম্মদ।

 

মাহফিলে আলোচকগণ বলেন, সারা পৃথিবীর মুসলিম উম্মাহর নিকট এই মহররম মাসটির তাৎপর্য অপরিসীম। মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (স.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের দিন থেকে এই হিজরি বছর গণনা করা হয়। ইসলামের ইতিহাসে এই মাসে স্মরণীয় নানান ঘটনা রয়েছে। এই মাসে কিছু মহিমান্বিত রজনী রয়েছে। এই মাসের ইবাদতের তাৎপর্যও অনেক বেশি।

 

সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে আয়োজিত দশদিনব্যাপী এ শোহাদায়ে কারবালা মাহফিলে উপস্থিত থেকে উভয় জাহানের নেকী হাসিল করার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানকে অনুরোধ জানিয়েছেন তিনি।


- মাঈন উদ্দিন সোহেল


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework