পঞ্চগড়ে নৌকাডুবি: আরো ১৭ জনের লাশ উদ্ধার


প্রকাশিত : সোমবার, ২০২২ সেপ্টেম্বর ২৬, ০৯:২৬ অপরাহ্ন

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের বোদা উপজেলার করোতোয়া নদীতে গতকালের নৌকাডুবির ঘটনায় আজ সোমবার আরো ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে এখন দাঁড়াল ৪১ জনে। দুর্ঘটনাটির পর এখনো অন্তত ৩৮ জন নিখোঁজ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় আরো ১৭ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে বোদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। কালকের মধ্যেই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত বোদা উপজেলায় ৮ জন, দেবীগঞ্জ উপজেলায় ২ জন ও পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেকে ৬ জন ও বীরগঞ্জ উপজেলা থেকে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে রয়েছে ২২ জন নারী, ১১টি শিশু এবং ৮ জন পুরুষ।

এর আগে ঘটনাটি তদন্ত করতে রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অপরদিকে নৌকাডুবিতে হতাহতের খবর আদান প্রদানে জরুরি তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে আজ সোমবার সকাল হতে দুপুর পর্যন্ত রেলপথমন্ত্রী এড. নুরুল ইসলাম সুজন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক জহুরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত সম্রাট, বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, এবং পৌর মেয়র এড. ওয়াহিদুজ্জামান সুজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework