ঢাকায় প্রাইভেট কারের উপর ফ্লাইওভারের গার্ডার পড়ে ৫ আরোহীর মৃত্যু


প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ১৫, ০৮:৫৫ অপরাহ্ন

রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে র‍্যাপিড ট্রানজিট সিস্টেমের প্রকল্পের গার্ডার ভেঙে পড়ে একটি প্রাইভেট কারে থাকা ২ শিশুসহ ৫ যাত্রী নিহত এবং আরো ২ জন আহত হয়েছে।

 

আজ সোমবার বিকেলের দিকে গার্ডারটি ভেঙে প্রাইভেট কারটির ওপর পড়ে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২৬০০৮।

 

জানা গেছে, ফ্লাইওভারের গার্ডার পড়ে হতাহত হওয়া ব্যক্তিরা ঢাকায় একটি বউভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন। ঢাকা থেকে গাজীপুরের দিকে চলন্ত অবস্থায় প্রাইভেট কারের ওপর গার্ডারটি পড়ে।

 

স্থানীয়রা জানায়, উত্তরার জসিমউদ্দীন রোডের এ এলাকায় এধরনের ভারী বস্তুর কাজ দীর্ঘদিন ধরে হলেও, প্রকল্প কর্তৃপক্ষ এব্যাপারে নিরাপত্তা নিশ্চিত করার কোনো ব্যবস্থা না নেয়াতেই প্রাইভেট কারটি গার্ডারের নিচে চাপা পড়েছে।

 

দুর্ঘটনা কবলিত গাড়িটির নিহত চার আরোহীর নাম মো. রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকিয়া (২)। মারা যাওয়া অপরজনের নাম জানা যায়নি। এ ঘটনায় আরো দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উত্তরা পশ্চিম থানা সংবাদ মাধ্যমের কাছে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ জানায়, বিকেলে আড়ংয়ের শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় খসে গিয়ে নিচে প্রাইভেট কারটির উপর পড়ে যায়।

 

গার্ডারটি সরিয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করার পর ওই চার জনের মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, নিহতরা সবাই একই পরিবারের।

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework