ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ড: ৬ রেস্তোরাঁ কর্মীর মৃত্যু


প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ১৬, ১০:২১ পূর্বাহ্ন

পুরোনো ঢাকার চকবাজারে একটি ভবনে আগুনে এ পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁর শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

 

গতকাল সোমবার দুপুরে চকবাজারের কাছে কামালবাগের দেবীদ্বার ঘাট এলাকার চারতলা একটি ভবনে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। তারা অন্তত দুঘণ্টা লড়াই করে বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, কী কারণে আগুন লেগেছে, সেবিষয়ে স্পষ্ট করে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচতলায় রেস্তোরাঁর সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আসল কারণ জানার জন্য তদন্ত চলছে।

 

ভবনের ভেতরে আরো কেউ হতাহত হয়েছে কিনা, সেবিষয়ে অনুসন্ধান চালানোর কথাও জানায় তারা।

 

নিহতরা সবাই রেস্তোরাঁর কর্মী এবং তারা সেখানেই ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework