চট্টগ্রাম মহানগরীর
ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. ইব্রাহিম ইরফান (১৯) নামে এক কলেজছাত্র
নিহত হয়েছে।
আজ ৫ জুন বুধবার
সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইব্রাহিম ইরফান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার
মাহবুবুর আলমের ছেলে। সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের
একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল।
রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিউমার্কেট বটতলী স্টেশন থেকে সকালে শাটল ট্রেনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটি ২ নম্বর গেট দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত ইরফান মোবাইলে কথা বলছিল বলে অসাবধানতাবশতঃ এই দুর্ঘটনার কবলে পড়ে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- মা.ফা.