মূল্যবৃদ্ধির কারণ জনগণের কাছে ব্যাখ্যা করুন


প্রকাশিত : শুক্রবার, ২০২২ আগস্ট ১২, ১০:০৭ পূর্বাহ্ন

সাম্প্রতিক জ্বালানি মূল্য বাড়ানোর কারণ জনগণের কাছে ব্যাখ্যা করতে জ্বালানি বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে গতকাল ১১ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক সভায় এ নির্দেশনা দেয়া হয়।

 

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন। মন্ত্রিপরিষদের সদস্যরা যোগ দেন মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে।

 

সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, জ্বালানি মন্ত্রণালয় বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি মূল্যবৃদ্ধি সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত কী জানিয়েছে, তা এ সভায় মন্ত্রিপরিষদকে অবহিত করা হয়েছে।

 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিপিসি চেয়ারম্যান এবিষয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন বলে উল্লেখ করে জনাব ইসলাম বলেন, “যেহেতু এটি একটি কারিগরি বিষয়, সেহেতু জ্বালানি মন্ত্রণালয়কে আবারও এটি সবিস্তারে ব্যাখ্যা করতে বলা হয়েছে।”

 

সরকার তার অবস্থান থেকে ফিরে আসবে কিনা, সাংবাদিকদের এমন এক প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “তারা (মন্ত্রণালয় বা বিপিসি) সবকিছু পরিস্কারভাবে ব্যাখ্যা করবে।”

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে প্রতি লিটার ডিজেলের মূল্য ৩৪ টাকা থেকে ১১৪ টাকা, অকটেনের মূল্য ৪৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ৪৪ টাকা থেকে ১৩০ করা হয়েছে।


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework