চট্টগ্রামে কর্ণফুলী
নদীর তলদেশে স্থাপিত দেশের প্রথম টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজের আনুষ্ঠানিক সমাপ্তি
উদযাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামে এই
টানেলটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে।
২৬ নভেম্বর শনিবার সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজের উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চীনা রাষ্ট্রদূত লি জিমিং এবং সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সড়ক
পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে
এটাই প্রথম টানেল। সুড়ঙ্গটি নির্মাণ হলে এটিই হবে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং
দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ।
প্রকল্পসূত্রে জানা যায়, চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন এ্যান্ড কনস্ট্রাকশনের সহায়তায় টানেলের নির্মান কাজ সম্পন্ন হবে। এই সুড়ঙ্গ চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে শুরু হয়ে নগরীর পতেঙ্গা প্রান্তে এসে শেষ হয়েছে। কর্ণফুলী নদীর মধ্যভাগে কর্ণফুলী সুড়ঙ্গ অবস্থান করবে ১৫০ ফুট গভীরে। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং’কে সাথে নিয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পটির নির্মাণ কাজ চলছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে। প্রকল্পটিতে চীন পাঁচ হাজার ৯৯৩ কোটি টাকার বেশি অর্থ সহায়তা দিচ্ছে।
- ই.হো