বাংলাদেশ
সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং প্রধানমন্ত্রীর
প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
১০ মার্চ
রবিবার এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, করিম আমার প্রেস সেক্রেটারি হিসেবে অত্যন্ত
আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন।
তিনি আরো
বলেন, "তার দুঃখজনক মৃত্যুতে গণমাধ্যমের লোকজন তাদের সহকর্মীকে হারিয়েছে এবং আমি
আমার বিশ্বস্ত কর্মকর্তাকে হারিয়েছি"।
প্রধানমন্ত্রী
মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ইহসানুল
করিম ১০ মার্চ রবিবার রাত ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি এম এম
ইমরুল কায়েস গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
- মা.ফা