র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ প্রতিবছরই
বিভিন্ন সমাজকল্যান মূলক কর্মকান্ডের উদ্যোগ নিয়ে থাকে যার মাঝে রক্তদান কর্মসূচী অন্যতম।
এবছরও সন্ধানী ব্লাড ব্যাংক এর সাথে যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে নগরীর একমাত্র পাঁচ
তারকা হোটেলটি।
৮ অগাস্ট আয়োজিত রক্তদান কর্মসূচীতে এতে
অংশ নেন র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউর সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সকাল
এগারোটা হতে বিকাল পাঁচটা নাগাদ হোটেলের অভ্যন্তরে এ কর্মসূচী চলমান থাকে যার মাধ্যমে
সংগ্রহ করা হয় প্রায় ৪০ ব্যাগ রক্ত। সংগৃহীত রক্ত সন্ধানী ব্লাড ব্যাংকে হস্তান্তর
করা হয়।
র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউর রক্তদান কর্মসূচীর উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করলে হোটেলটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জনাব জমির উদ্দিন কুরাইশী জানান পারিপার্শ্বিক পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীলতা থেকেই হোটেলটি এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে। র্যাডিসন হোটেল গ্রুপের অন্যতম মূল প্রতিপাদ্য সমুহের একটি হচ্ছে পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য আরও উত্তম রূপে গড়ে তোলা এবং সে উদ্দেশ্যকে বাস্তবে রূপান্তরিত করতেই এ ধরনের উদ্যোগগুলো র্যাডিসন হোটেল গ্রুপের সকল হোটেল নিজ নিজ অবস্থান থেকে সারা বিশ্বে নিয়ে থাকে।
- অভ্র হোসাইন