সমাজে পিছিয়ে
পড়া মানুষ যারা আছে তাদের সহযোগিতায় এবং তাদের শিক্ষিত করে তুলতে সমাজের বিত্তশালীদের
এগিয়ে আসা উচিত। সমাজে অনেক বিত্তশালী লোক আছে কিন্তু অসহায়দের সহায়তার মানসিকতা কজনের
আছে। অসহায় মানুষকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে আজকের অনুষ্ঠানের আয়োজকদের এই মহতি
আয়োজনের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। মিরসরাইয়ে ফ্রী হেলথ ক্যাম্প ও উপহার সামগ্রী
বিতরণ অনুষ্ঠানে একথা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী
ও মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পাহাড়ি অঞ্চল নলখো ত্রিপুরা পাড়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
সারা বাংলাদেশের
এসএসসি ব্যাচ ২০০২ ও এইচএসসি ব্যাচ ২০০৪ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৩ হাজার স্থানীয়
দরিদ্র মানুষকে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, ওষুধ
বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় এবং ৫১ শিশুকে খৎনা করানো হয়। এছাড়া দেড় হাজার মানুষের
মাঝে কাপড় ও সবজি বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। চিকিৎসা
সেবা প্রদান করেন আয়োজক ব্যাচের চিকিৎসক সদস্যগণ।
আয়োজকদের অন্যতম
সদস্য মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. ইসমাইল
খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম উত্তরজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম
উদ্দিন, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মিরসরাই এএসপি সার্কেল
ইফতেখার হাসান, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, মিরসরাই থানার অফিসার
ইনচার্জ কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ক্লিপটন গ্রুপের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা
পরিচালক লায়ন এমডি এম. মহিউদ্দিন চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত
হোসেন নয়ন, ফ্রী হেলথ ক্যাম্প ২০২৩ এর আহবায়ক জনি ঘোষসহ মানবিক ০২/০৪ ব্যাচের সদস্যরা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্নস্তরের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধরণ। সবশেষে বিকেল বেলায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
- নাছির উদ্দিন/মিরসরাই