চট্টগ্রামের মিরসরাই
উপজেলায় আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার চট্টগ্রামের উদ্দ্যোগে
শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জুনিয়র চেম্বার
বাংলাদেশের হুইলচেয়ার বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় এসময় ১০ জন শারীরিক
প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার প্রদান করা হয়।
১৯ ডিসেম্বর সোমবার
দুপুরে জুনিয়র চেম্বার বাংলাদেশের দুই বারের নির্বাচিত প্রেসিডেন্ট ও কেন্দ্রীয়
যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের বরতাকিয়াস্থ গ্রামের বাড়ীতে এ হুইল চেয়ার
বিতরণ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এলিট বলেন, জুনিয়র চেম্বার
চট্টগ্রাম দীর্ঘদিন যাবত ‘ওয়েল বিং ২০২২’ নামের কার্যক্রমের আওতায় অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর
প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণের মতো মহৎকর্ম হাতে
নিয়েছে এবং তা সফলভাবে সম্পন্ন করে চলেছে। এরই ধারাবাহিকতায় আজকে মিরসরাইয়ে ১০ জনকে
হুইল চেয়ার প্রদান করা হয়। আগামীতে এই কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি
জানান।
জুনিয়র চেম্বার
চট্টগ্রামের প্রেসিডেন্ট শান সাহেদ বলেন, জুনিয়র চেম্বার চট্টগ্রামের আর্থিক
সহায়তায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান কার্যক্রমে আজকে আমাদের সার্বিক
সহযোগিতা প্রদান করেছেন স্থানীয় মিরসরাই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংগঠন ও ইয়ুথ
ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশ প্রতিবন্ধী বাঁচাই।
মিরসরাই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংগঠনের সভাপতি মো. আকবর হোসেন এবং ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আছিফ রহমান শাহীন এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও জুনিয়র চেম্বার চট্টগ্রামের সেক্রেটারি ইসমাঈল মুন্না, জি.এল.সি রাজু আহমেদ, ট্রেজারার জুনাইদ আহমেদ রাহাত, ডিরেক্টর নাহিদ মঈন, শাহাবুদ্দিন পারভেজ, সাইহান হাসনাত, সদস্য আলামিন মেহরাজ ও ফারুক ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- নাছির উদ্দিন/মিরসরাই।