আমার বাবা আলহাজ্ব
আবদুল হাকিম ভাণ্ডারি অলিভক্ত একজন দানশীল সমাজসেবক ছিলেন। পিতার দেখানো পথ ধরে আমরা
মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কিছু করার চেষ্টা করছি। সমাজের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠির
সেবার মাধ্যমে আমরা আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করছি। বয়স্ক ও অস্বচ্ছল বৃদ্ধ-বৃদ্ধাদের
চিকিৎসা ও বয়স্কভাতা প্রদানকালে একথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র
ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানবিক সেবক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।
আলহাজ্ব হোসনে
আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে চট্টগ্রাম নগরীর বয়স্ক ও অস্বচ্ছল ৫০০ শত পরিবারের
বৃদ্ধ-বৃদ্ধাদের মাসিক চিকিৎসাভাতা প্রদান সহ প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এক হাজার
অস্বচ্ছল বৃদ্ধ-বৃদ্ধাকে অনুদান প্রদান ও তবারক বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির আওতায়
১১ নভেম্বর শুক্রবার সকালে নগরীর সিটি গেইটস্থ মোস্তফা হাকিম ভবনে মাসিক চিকিৎসা ও
বয়স্কভাতা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার
ট্রাস্টের পরিচালক সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সাইফুল আলম।
সভাপতির বক্তব্যে
সাইফুল আলম বলেন, সমাজসেবা আমাদের ব্রত। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনাও একজন মানবিক মানুষ। আর্তমানবতার সেবক শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের পথে
বদলে যাচ্ছে বাংলাদেশ। ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের জনসভা সর্বাত্মকভাবে সফল করার জন্য
দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
হোসনে আরা মনজুর
ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মো. নিজামুল আলম রাজু, আলহাজ্ব মো. সরওয়ার আলম,
আলহাজ্ব মো. ফারুক আজম, আলহাজ্ব মো. সাহিদুল আলমসহ নেছার আহমদ, লোকমান আলী, মো. আলমগীর,
বাদশা আলম, মাহফুজুর রহমান, প্রকৌশলী তরুণ তপন দত্ত, সাইফুদ্দীন আহমদ সাকী ও মোহাম্মদ
শাহজাহান ভাতাপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ও পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে চিকিৎসা ও বয়স্কভাতা এবং তবারুক তুলে দেন। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তিলাওয়াত, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।
- মা.সো