চট্টগ্রাম নগরীর
কর্ণফুলী থানাধীন জুলধা এলাকায় দাওয়াতি ইসলামির ক্রয়কৃত জায়গায় ‘সখিনা ইসলাম জামে
মসজিদ’ নামে একটি নতুন
মসজিদ তৈরির লক্ষ্যে ভিত্তি স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র
আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।
২৮ জানুয়ারি শনিবার
বাদ জোহর সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাতের মাধ্যমে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়। মোনাজাত
পরিচালনা করেন মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী আল মাইজভান্ডারী (ম.জি.আ.)।
উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাতে অংশ নেন সাবেক মেয়র আলহাজ্ব মো. মনজুর আলম, আলহাজ্ব হোছনে
আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মো.
সরওয়ার আলম, জাহিদুল হক, আলহাজ্ব মো. ফারুক আজম, আলহাজ্ব মো. সাইফুল আলম, মো. সামসুদৌহা,
বোরহান উদ্দিন, ইঞ্জিনিয়ার ইয়াকুব নবী, বাদশা আলম সহ দাওয়াতি ইসলামির নেতৃবৃন্দ ও এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মসজিদ স্থাপনের
কাজ উদ্বোধনকালে সাবেক মেয়র মনজুর আলম বলেন, মসজিদ, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য
চিকিৎসালয় প্রতিষ্ঠাসহ অলি-আউলিয়াদের খেদমতে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন
ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট সাধ্যমত সেবা প্রদান করে আসছে। এ মসজিদটি আলহাজ্ব
হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে নির্মিত হবে। তিনি তাদের সেবা ধর্মী
কার্যক্রমে ধর্মপ্রাণ মুসলিম সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
সেবাধর্মী এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমে মানবসেবায় এ মসজিদ সহ ৯২টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।
- মা.সো.