প্রতি বছরের ন্যায় এ বছরও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট সনাতন ধর্মের মানুষের মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করছে। শারদীয় দুর্গাপুজা যাতে সনাতন ধর্মের সকল মানুষ আনন্দের সাথে স্বাচ্ছন্দভাবে উদযাপন করতে পারে সেজন্য আমাদের এই আয়োজন। দুর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মের সকল মানুষের প্রতি আমার আশীর্বাদ থাকবে এবং তাদের এই ধর্মীয় উৎসবের সার্বিক সফলতা কামনা করছি। আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে নতুন জামা-কাপড় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা এম মনজুর আলম।
২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকালে আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে নগরীর উত্তর কাট্টলীস্থ মোস্তফা হাকিম কলেজ রোড সংলগ্ন এইচ এম ভবন চত্বরে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নতুন জামা কাপড় বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপ ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। আকবর শাহ থানা আওয়ামীগের সহ-সভাপতি লোকমান আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আকবর শাহ থানা আওয়ামীগের সভাপতি সুলতান আহাম্মদ চৌধুরী, বাবু বীরেন্দ্র লাল দে, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, নেছার আহাম্মদ, আব্দুল্লাহ আল হারুন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম প্রমুখ।
- মা.সো