চট্টগ্রামে অসচ্ছল
ব্যক্তিদের মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করেছে চট্টগ্রাম সমিতি, ঢাকা। সমিতির
পক্ষ থেকে ৭০ জন অসচ্ছল ব্যক্তিকে ভ্যান গাড়ি এবং ১০৫ জনকে সেলাই মেশিন প্রদান করা
হয়। দূরদুরান্ত থেকে আসা অসচ্ছল ব্যক্তিদের মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করেন
অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
৭ জানুয়ারী শনিবার
নগরীর ইঞ্জিনিয়ার্স ইস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে
প্রধান অথিতির বক্তব্যে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেলসহ দেশের
চলমান প্রকল্পগুলো দেশের যাতায়ত ব্যবস্থাকে অনেকদূর এগিয়ে নিয়েছে এবং এটি আরো এগিয়ে
যাবে। কিন্তু, নির্বাচনের সময় আসলে দেশবিরোধী একটি মহল দেশের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে
মিথ্যাচারের রাজনীতি শুরু করে। দেশের উন্নতি হয়েছে সেটা শিকার করতে হবে, কারণ এটি দৃশ্যমান
এবং জনগণ এর সুফল ভোগ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর সভাপতি জয়নুল আবেদীন জামাল। সাবেক নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম সমিতি ঢাকার সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
- মা.ফা