কোন কারণবশতঃ
একজন মানুষের উপর ক্ষোভ থাকতে পারে। সেই ক্ষোভকে কেন্দ্র করে তার পরিবারের সবাইকে নির্মমভাবে
হত্যা করার উদ্দেশ্য কী ছিলো। আর এই হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও হুকুমদাতা হলো জিয়াউর
রহমান। জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা
সভায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।
১৮ আগস্ট শুক্রবার
বিকালে মিরসরাইয়ের বারইয়ারহাট হাইওয়ে চত্ত্বরে আয়োজিত শোকসভায় তিনি আরো বলেন, বিশ্বের
কোথাও কেয়ার টেকার সরকার নেই। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠিক তেমনি
বাংলাদেশেও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যে আশা নিয়ে বসে আছেন আপনাদের সেই
আশা পূরণ হবে না। কোন কেয়ার টেকার সরকার থাকবে না।
জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদারের সঞ্চালনায় ও সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুদ্দীন রুপম, সাধারণ সম্পাদক মো. আলমগীর, বারইয়ারহাট পৌরসভা শ্রমিক লীগের সভাপতি অশোক সেন, সাধারণ সম্পাদক মো. ইউছুপ। এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণির শ্রমিক জনতা উপস্থিত ছিলেন।
- নাছির উদ্দিন/মিরসরাই