মিরসরাই উপজেলা
ঠিকাদার কল্যাণ সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। মধ্যাহ্ন ভোজ, কায়াকি ভ্রমণ,
সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র-এর মাধ্যমে দিনব্যাপী আনন্দ উপভোগ করেন মিরসরাই
উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সদস্যবৃন্দ। ২১ মার্চ মঙ্গলবার দেশের দ্বিতীয় বৃহত্তম
কৃত্রিম লেক মহামায়া জলাধারে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল।
মিরসরাই উপজেলা
ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রওশনের জামান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম
সাইফুল্লাহ দিদারের সঞ্চালনায় আনন্দ ভ্রমণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান,
উপজেলা প্রকৌশলী রনী সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠিকাদার কল্যাণ সমিতির প্রধান
উপদেষ্টা জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর
ভূঁইয়া।
এসময় আরো উপস্থিত
ছিলেন, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ
উদ্দৌলা, ইছাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল মোস্তফা, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
এসএম আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন,
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, উপজেলা ঠিকাদার কল্যাণ
সমিতির অর্থ সম্পাদক আক্তারুজ্জামান নবী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম
খলিল ভূঁইয়া।
উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির ৮০ জন সদস্যসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আনন্দ ভ্রমণের আয়োজনে ছিল র্যাফেল ড্র, অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও বেলুন ফুটানো। মহামায়া লেকে কায়াকিং ভ্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- নাছির উদ্দিন/মিরসরাই