ভোটার তালিকায় রোহিঙ্গাদের ঢুকে পড়ার ব্যাপারে সতর্ক থাকুন: জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ মে ১৭, ০৫:২৬ অপরাহ্ন

রোহিঙ্গারা তথ্য গোপনের মাধ্যমে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, সন্দ্বীপ, লোহাগাড়া সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন স্থানে বসবাস করে আসছে। আগামী কিছুদিনের মধ্যে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। ভোটার তালিকায় রোহিঙ্গারা যাতে স্থান না পায় সে-ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। বাড়ি বাড়ি গিয়ে যারা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সম্পৃক্ত থাকবে তাদেরকে রোহিঙ্গাদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

গত ১৬ মে সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। 

তিনি আরো বলেন, আগামী ১৫ জুন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টিসহ বিভিন্ন উপজেলার ২১টিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে এসব ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ডিসি চট্টগ্রামে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে বলেন, উন্নয়ন কাজগুলো যাতে দৃষ্টিনন্দন ও মানসম্মত হয়, সে-ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরো অনেক আন্তরিক হতে হবে। যেসব সরকারি সম্পত্তি বেদখল হয়েছে, সেগুলো তালিকা করে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। জেলা পরিষদ থেকে যে-প্রকল্পগুলো উপজেলা পরিষদে যাচ্ছে সেগুলো সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে। সকলের আন্তরিক সহযোগিতা পেলে চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড আরও বেগবান হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাংগীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার এ. কে. এম. সরোয়ার কামাল দুলু, উপজেলা চেয়ারম্যান এ. কে. এম.  এহছানুল হায়দার চৌধুরী বাবুল (রাউজান), হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব (ফটিকছড়ি), এম. এ. মোতালেব (সাতকানিয়া), চৌধুরী মো. গালিব (বাঁশখালী), ফারুক চৌধুরী (কর্ণফুলী), মো. জসিম উদ্দিন (মিরসরাই), উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা (কর্ণফুলী), শেখ জোবায়ের আহমদ (আনোয়ারা), সাইদুজ্জামান চৌধুরী (বাঁশখালী) প্রমুখ।  সভায় সরকারের বিভিন্নস্তরে কর্মরত কর্মকর্তারাো  উপস্থিত ছিলেন।- সংবাদ বিজ্ঞপ্তি

- মা ফা


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework