ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থীদের মাঝে ২০ হাজার চারা বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ জুলাই ১৯, ১২:৫৯ অপরাহ্ন

উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র উদ্যোগে খাগড়াছড়ির ৯ উপজেলায় ভারত প্রত্যাগত শরনার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের মাঝে ২০ হাজার চারা বিতরণ করা হয়েছে। ১৮ জুলাই সকালে উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র নিজস্ব কার্যালয়ে এসব চারা বিতরণ করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। 



প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, অবাধ ও নির্বিচারে চলছে বৃক্ষ নিধন। আগামী প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা ও বনায়নে আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। পৃথিবীকে মনুষ্যবাসের উপযোগী রাখতে বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণ এখন খুবই দরকার। জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা যেমন অনস্বীকার্য। তেমনি পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে বৃক্ষ। গাছপালা নিয়মিত বৃষ্টিপাতে সাহায্য করে, নদী-ভাঙ্গন থেকে রক্ষা করে।

 


এ সময় আরো উপস্থিত ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক, পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোসিত চাকমা বকুল, বনায়ন সমাজিক কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার মো. আশিকুল হক, রিজিওনাল ম্যানেজার মো. নূরু আলম, এরিয়া ম্যানেজার মো. কামাল হোসেন সহ পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ।


উপস্থিত শরনার্থীদের মাঝে চারা বিতরণ শেষে প্রধান অতিথি উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স অফিস প্রাঙ্গনে বৃক্ষ চারা রোপন করেন।


- তমাল দাশ লিটন / খাগড়াছড়ি


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework