চট্টগ্রামে নবগঠিত ‘দক্ষিণ রাঙ্গুনিয়া থানা’র শুভ উদ্বোধন।

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ এপ্রিল ১০, ১২:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নবগঠিত দক্ষিণ রাঙ্গুনিয়া থানার শুভ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি কে গার্ড অব অনার প্রদান করার মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। গতকাল শনিবার (৯ এপ্রিল) ফিতা কেটে নবগঠিত দক্ষিণ রাঙ্গুনিয়া থানার শুভ উদ্বোধন শেষে পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন ড. হাছান মাহমুদ এমপি। এসময় মন্ত্রী বলেন, আজ দক্ষিণ রাঙ্গুনিয়া বাসীর জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। এই এলাকায় প্রায় ১ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষের বসবাস। দক্ষিণ রাঙ্গুনিয়া কর্ণফুলী নদী দ্বারা রাঙ্গুনিয়ার অন্য অংশের সাথে বিভক্ত থাকায় পুরনো রাঙ্গুনিয়া থানা থেকে দক্ষিণ রাঙ্গুনিয়ায় এসে সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা স্থাপন তার সবচেয়ে বড় প্রমান। তিনি বলেন, আমাদের দেশের পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে, এটা সত্যিই প্রশংসনীয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ সম্মান রেখে আমি বলতে চাই, তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন নয় মাস পাকিস্তানীদের আতিথিয়তায় ছিলেন এবং তিনি পাকিস্তানীদের ক্যান্টনমেন্টেই ছিলেন। সেখানে একেবারে নতুন বউয়ের আদরে ছিলেন। কিন্তু হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম সাহেব আবিষ্কার করলেন যে খালেদা জিয়াও নাকি মুক্তিযোদ্ধা ছিলেন। এ কথা বলার পর পুলিশের আইজি এবং ঢাকার পুলিশ কমিশনার যখন তার বক্তব্যের সমালোচনা করলেন তখন ফকরুল সাহেব এবং বিএনপির অন্যান্য নেতারা পুলিশের আইজি এবং ডিএমপি কমিশনারকে নিয়ে সমালোচনা করলেন। একটি অসত্য উদ্ভট কথার জবাব দেওয়ার অধিকার দেশের প্রত্যেক নাগরিকের আছে। জিয়াউর রহমান সাহেব যদি সেনাবাহিনী প্রধান হয়ে রাজনীতি করতে পারেন আবার রাষ্ট্রপতিও হয়ে যেতে পারেন। তাহলে পুলিশের আইজি এমন উদ্ভট কথার জবাবে যদি কিছু বলে থাকেন সেটি যথার্থই বলেছেন। এসময় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসসহ পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

 - তথ্য ও ছবি পিআইডি

-মা.ফা/জা.হো.ম


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework