চট্টগ্রাম সিটি
কর্পোরেশন-এর উদ্যোগে USTC কতৃক দখলকৃত জমিতে ইতিপূর্বে নির্মিত
পাহাড়তলী বধ্যভূমি স্মৃতিসৌধ-এর সম্প্রসারণ ও পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে। ১৬ জুলাই
মঙ্গলবার পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত
ছিলেন পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়ন পরিষদের আহ্ববায়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
নাট্যকলা বিভাগের শিক্ষক, নাট্য-নির্দেশক মোস্তফা কামাল যাত্রা, সদস্য সচিব শাহাবুদ্দিন
আঙ্গুর, সদস্য ও গ্রুপ থিয়েটার ‘নাট্যাধার’ সমন্বয়ক মাশরুজ্জামান
মুকুট, সিটি কর্পোরেশনের প্রকৌশলী ফরিদ আহমেদ ও হিসাব বিভাগ কর্মকর্তা আনোয়ারুল জাহান
প্রমূখ।
প্রয়াত সাবেক
মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ব্যাক্তিগত আগ্রহের কারণে USTC কর্তৃক দখলকৃত
১.৭৫ একর জমির মধ্যে ০.২ একর জমিতে অস্থায়ীভাবে প্রাথমিকভাবে এই বধ্যভূমি নির্মিত হয়েছিল।
যা ভেঙ্গে বর্তমান মেয়র রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে পুনঃনির্মান ও সম্প্রসারণ কাজের
উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রসারণ ও
পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করতে গিয়ে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, আমাদের আগামী
প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত স্থানগুলোর
যথাযথ সংরক্ষণ প্রয়োজন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত নক্সা অপরিবর্তিত
রেখেই ‘পাহাড়তলী বধ্যভূমি
স্মৃতিসৌধ’র পুনঃনির্মাণ কাজ আগামী নভেম্বর ২০২৪-এর মধ্যে সম্পন্ন
করা হবে। সম্প্রসারণ কাজের অংশ হিসাবে বধ্যভূমির
পেছনে একটি কার্যালয় ও ২টি প্রক্ষালন কক্ষও
নির্মাণ করা হবে। যাতে করে বধ্যভূমি কেন্দ্রিক যে কোন অনুষ্ঠানের সময় সামগ্রিক
ব্যাবস্থাপনা আরো উন্নত হয়।
উল্লেখ্য দেশের বৃহত্তম বধ্যভূমি ‘পাহাড়তলী বধ্যভূমি’র জমি অবৈধভাবে দখল করে USTC কর্তৃপক্ষ ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে বধ্যভূমির জমি থেকে তাদের উচ্ছেদের দাবীতে সচেতনতামূলক নাটক ‘USTC বধ্যভূমি’ নিয়মিত মঞ্চায়ন করে থাকে থিয়েটার গ্রুপ ‘নাট্যাধার’। নাটকটি রচনা করেছেন প্রদীপ দেওয়ানজী এবং সঙ্গীত রচনা ও সুরারোপ করেছেন আহাম্মদ কবীর।
- মা.ফা.