২৮ ডিসেম্বর বৃহস্পতিবার
রাতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
মোজাফফর আহমদের নেতৃত্বে রাজধানীর তেজগাঁওস্থ মনিপুরী পাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে
সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে ‘সংগ্রামে-আন্দোলনে
গৌরবগাথায় শেখ হাসিনা’ নামক আলোকচিত্র সংকলন তুলে দেন তিনি।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস,
বীর মুক্তিযোদ্ধার সন্তান রুহুল আমিন, তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ
মহসীন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ
মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের
তত্ত্বাবধানে ও সাহাবউদ্দিন মজুমদারের সম্পাদনায় বইটি প্রকাশিত হয়।
সৌজন্য সাক্ষাতকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জঙ্গিবাদ ও মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াঁতে হবে। একইসাথে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে বীর মুক্তিযোদ্ধারাসহ স্বাধীনতার স্বপক্ষের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
- মা.ফা.