শ্রীকৃষ্ণ মানবতা ও অনন্ত অনুপ্রেরণার উৎস- পররাষ্ট্র মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ২০, ০৫:৪৫ অপরাহ্ন

শ্রীকৃষ্ণ মানুষের জীবন ধারণের জন্য কর্ম, জ্ঞান ও ভক্তি এ তিনটি উপায় অনুসরণ করতে বলে গিয়েছেন। কর্মফলের কথা চিন্তা না করে নিজের কাজ করতে, জ্ঞানের চর্চার মাধ্যমে নিজেকে ও স্রষ্টাকে জানার মাধ্যেমে জীবনযাপন করা। স্রষ্টা এবং সৃষ্টির প্রেমে আকূল হয়ে মানবতার সেবার মধ্যেই জীবনের সার্থকতা নিহীত। আমরা তার বাণী থেকে প্রতিদিন অনুপ্রেরণা গ্রহণ করি। শ্রীকৃষ্ণ মানবতা ও অনন্ত অনুপ্রেরণার উৎস। ১৯ আগষ্ট শুক্রবার শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত মহা ধর্ম সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন।

 

তিনি আরো বলেন, শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন অত্যাচারী রাজা কংসের কারাগারে। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে পৃথিবীকে শুনিয়ে গেছেন শেকল ভাঙার কাহিনী। সেটি এমন এক সময় যখন দুষ্টু লোকেরা ন্যায়নীতি ও সত্যকে প্রায় নষ্ট করে ফেলেছিল। ন্যায়কে রক্ষার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে ন্যায়ের পক্ষের যোদ্ধা হয়ে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ। আমরাও ন্যায়ের পক্ষের যোদ্ধা। আমরাও এদেশে সংর্কীনতাবাদ থেকে দূরে থাকতে চাই।

 

কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে মহা ধর্ম সম্মেলন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলার সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস কে সিকদার, চন্দন তালুকদার, দুলাল চন্দ্র দে, গৌরাঙ্গ চন্দ্র দে, শংকর সেন। এসময় ধর্মীয় সংগঠনের অসংখ্য প্রতিনিধি এবং প্রেস ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও হাজারো ভক্তপ্রাণ নর-নারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

- মা.ফা

 

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework