বেদখল হতে হতে
মাটির সড়ক থেকে আইলে পরিণত হওয়া চট্টগ্রাম নগরীর হালিশহরের গাজী হালদা সড়ককে ২৮ ফুট
চওড়া উন্নত সড়কে পরিণত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ৭০০ মিটার দৈর্ঘের সড়কটি নির্মাণে
ব্যয় হয়েছে সাড়ে ৪ কোটি টাকা।
২০ মে শনিবার
২৬ নং হালিশহর ওয়ার্ডের গাজী হালদা সড়কের উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র
মো. রেজাউল করিম চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকে এই কাঁচা সড়কটি পাকা করার ব্যাপারে
জনগণের দাবি ছিল। তবে উদ্যোগের অভাবে একসময় বেদখল হতে হতে এ সড়কটি আইলে পরিণত হয়। কাউন্সিলর
ইলিয়াসের মাধ্যমে জনগণ আমাকে এ সড়কটি তৈরি করে দিতে বললে আমি দ্রুত নির্মাণের উদ্যোগ
গ্রহণ করে সফল হয়েছি। এ সড়কে আলোকায়ন এবং উন্নত ড্রেনেজ সিস্টেমও নির্মাণ করা হবে।
ভবিষ্যতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিমানবন্দর, পতেঙ্গা, বন্দরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ
বাণিজ্যিক এলাকার যোগাযোগে এ সড়কটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এর আগে মেয়র ২
কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের মতি তালুকদার বাড়ি রোডের উদ্বোধন
করেন। এই সড়কটি না থাকায় স্থানীয় এলাকাবাসীর বর্ষাকাল কাটতো চরম ভোগান্তিতে। ওয়ার্ডের
কাউন্সিলর মো. ইসমাইল বিষয়টি মেয়র রেজাউলকে অবহিত করলে ড্রেনেজ সিস্টেমসহ পর্যাপ্ত
পরিমাণ উঁচু করে এ সড়কটি নির্মাণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, মো. ইলিয়াছ, কাজী নুরুল আমিন, সংরক্ষিত নারী কাউন্সিলর হুরে আরা বেগম এবং নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন।
- মা.ফা.