বীরকন্যা প্রীতিলতার
৯০তম আত্মাহুতি দিবসে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের ব্যবস্থাপনায় ও সাবেক
মেয়র মনজুর আলমের উদ্যোগে পাহাড়তলী রেলওয়ে স্কুল সংলগ্ন বীরকন্যার ভাস্কর্যে পুষ্পমাল্য
অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ২৪ সেপ্টেম্বর
সকালে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী
আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র
এম মনজুর আলম। প্রধান অতিথি বলেন, বৃটিশ শাসন আর শোষনের যাঁতাকলে মানুষ যখন অতিষ্ঠ,
সেই সময় মাস্টারদা সূর্য সেনের নির্দেশে রাতে সামরিক পোশাকে পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাব
আক্রমণ করতে যায় ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম
বিপ্লবী নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। সফল অপারেশনের পর ফেরার পথে হঠাৎ
একটি গুলি এসে তাঁর বুকে বিঁধলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ইংরেজদের হাতে ধরা পড়ার
আগেই পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন তিনি। দেশপ্রেমিক এই বীরকন্যার প্রতি আজ
আমাদের শ্রদ্ধাঞ্জলি।
অনুষ্ঠানে আরো
উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর,
উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক আবু ছগির, কাজী মাহবুবুর রহমান, অসীম চক্রবর্তী
প্রমুখ। উল্লেখ্য, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে
মানুষের হৃদয়ে আরো স্মরণীয় করে রাখতে চট্টগ্রামের পাহাড়তলীতে প্রীতিলতার স্মৃতি স্তম্ভ-ভাস্কর্য
স্থাপন করেন তৎকালীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম।
- মা.সো