বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ছিলেন বিজয়ী লক্ষী নারী

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ০৯, ০৪:১৭ অপরাহ্ন

বঙ্গমাতা ছিলেন নিরব রাজনৈতিক ব্যক্তিত্ব। যিনি বঙ্গবন্ধুকে সার্বক্ষণিক সাহস অনুপ্রেরণা ও শক্তি যুগিয়েছেন। বাঙ্গালি জাতির সূদীর্ঘ স্বাধীকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন এবং ছায়ার মত অনুসরণ করেছেন বঙ্গবন্ধুর আদর্শকে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন ন্নেছা ছিলেন বিজয়ী লক্ষী নারী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯২তম জন্মদিন উপলক্ষ্যে ‘মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

 

মেয়র আরো বলেন, পৃথিবীতে অনেক রাজনৈতিক নেতার হত্যাকান্ড ঘটেছে, কোনটাতেই নেতার স্ত্রীকে হত্যা করা হয়েছে এমন নজির নেই। বেগম মুজিব তো সক্রিয় রাজনীতি করতেন না, তাহলে কেন হত্যার শিকার হলেন? এটি উপলদ্ধির বিষয়। তিনি রাজনীতিতে সক্রিয় না হলেও তিনি সময়কে বুঝতেন। কোনসময় কি কাজ, কোন রাজনৈতিক কর্মসূচী প্রয়োজন তা উপলদ্ধি করতে পারতেন।

 

৮ অগাস্ট সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, লায়ন মো. ইলিয়াছ, হাসান মুরাদ বিপ্লব, নুরুল আলম, সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, তসলিমা বেগম নুরজাহান, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের।

 

আলোচনা সভা শেষে নগর ভবনে স্থাপিত বেগম ফজিলাতুন নেছার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বঙ্গমাতার ৯২তম জন্মদিন উপলক্ষ্যে চসিকের কর্মসূচীর মধ্যে ছিল সকালে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত। মুনাজাত পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা হারুনুর রশিদ চৌধুরী।


- মনজু জে হোসাইন


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework