দেশের উন্নয়নের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন-এম আর আজিম

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ ডিসেম্বর ০৭, ০১:০৫ অপরাহ্ন

আমরা সবাই বঙ্গবন্ধুর কর্মী। দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন। দেশকে কি এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করে সামনের নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে দেশের জনগণের সেবা করার সুযোগ করে দিতে হবে।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪" তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম এ কথা বলেন।

৬ ডিসেম্বর মঙ্গলবার নগরীর খেজুরতলা দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম। অনুষ্ঠানে প্রয়াত নেতাদের স্মৃতিচারণ, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জন্য দোয়া করা হয়।এরপর এলাকার অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লব মিত্র, মুন্না, রুবেল, আব্দুর রহিম, অসিম বনিক, সোহেল, মোরশেদ, শিবল, ইফতেখার উদ্দিন বাবলু, সানি দে, এস এম মুবিনুল হক, নগর ছাত্রলীগ নেতা রাসেল, অমিতাভ বাবু, আবুল মুনসুর টিটু, তুষার ধর, সাব্বির সাকির সহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য যে, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন ৪ ডিসেম্বর। ১৯৩৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেই শেখ মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মণিকে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework