তাদের আশা বিদেশীরা তাদেরকে কোলে করে নিয়ে ক্ষমতায় বসাবেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ অক্টোবর ০৭, ১১:৫৫ পূর্বাহ্ন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি অনেক হাঁকডাক করে একটা রোড মার্চ করেছে। তাদের রোড মার্চে দেশের জনগণ আশানুরূপ সাড়া দেয়নি। এই রোড মার্চ কুমিল্লা চট্টগ্রাম রোডে জানজট তৈরী আর জনগণের ভোগান্তি তৈরী ছাড়া কিছুই করতে পারেনি। তারা আশা করেছিল বিদেশীরা তাদেরকে কোলে করে নিয়ে ক্ষমতায় বসাবেন, সে আশায়ও গুড়ে-বালি।

 

৬ অক্টোবর শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে প্রয়াত সাংবাদিক আজাদ তালুকদারের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভায় বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে, জি-২০ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে বৈঠক হয়েছে।

 

তিনি বলেন, বিএনপি গত ১৩-১৪ বছরে এ রকম আল্টিমেটাম বহুবার দিয়েছে। ১০ ডিসেম্বরের আল্টিমেটাম, বেগম খালেদা জিয়াকে ৪৮ ঘন্টার মধ্যে বিদেশ পাঠানো আল্টিমেটাম। তারা এবার ১৮ তারিখে আবারো আল্টিমেটাম দিয়েছে। ১৮ তারিখ সেটা কি এ বছরের, নাকি আগামী বছরের, না তারপর বছরের, সেটি নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে। সুতরাং এসব ফাঁকা বুলি ছাড়া অন্য কিছু নয়।

 

ড. হাছান মাহমুদ বলেছেন, গতকাল বিএনপির মহাসচিব যেটা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা থেকে প্রমাণিত হয় তারা নির্বাচন কে ভয় পায়। তাদের নানা কর্মসূচিতে জনগণের উপস্থিতি দেখে তারা বুঝতে পেরেছে নির্বাচনে তাদের জয়লাভ করার কোন সম্ভাবনা নেই। তাই তারা নির্বাচনকে ভয় পেয়ে, নির্বাচনকে বাধাগ্রস্থ করার মাধ্যমে দেশের গণতন্ত্রকে বাধাগ্রস্থ করার অপচেষ্টা করছে। দেশের জনগণ এটি কখনো মেনে নিবে না।

 

দোয়া মাহফিল ও শোকসভায় একুশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল কবীর দীপুর সভাপতিত্বে বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের ভিসি ওবাইদুল করিম দুলাল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেকান্দর চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মহসিন কাজী, শামসুল ইসলাম বক্তব্য রাখেন।


- মা.ফা.


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework