বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান
ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে মিথ্যা
মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। এছাড়া বিভিন্ন জেলায়
সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারসহ সারাদেশে
সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্তের দাবিও জানানো
হয় এ সমাবেশে।
শনিবার বিকালে
নগরীর চেরাগী পাহাড় চত্বরে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, যুবক ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ,
শিক্ষক ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর
ঐক্য পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন
প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, তাপস হোড়, বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, অ্যাডভোকেট
নিতাই প্রসাদ ঘোষ, অ্যাড. চন্দন বিশ্বাস, শরৎজ্যোতি চাকমা ও শুভ্রদেব কর।
সভায় বক্তারা বলেন, দেশে প্রায় প্রতিদিন সনাতন সম্প্রদায়ের বাড়ি-ঘর, দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। ইদানিং সনাতন পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান এবং যাদের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে, তাদের ওপর কৌশলে চাঁদা দাবি করা হচ্ছে। সারাদেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যে কারণে সনাতনী সম্প্রদায় রাস্তায় নেমে এসেছে। বক্তারা আরো বলেন, মানবাধিকার নেতা রানা দাশগুপ্তকে ঘায়েল করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাকে ঘায়েল করে সনাতনীদের অস্তিত্ব বিলীনের চেষ্টা করা হচ্ছে। এ মিথ্যা মামলা যদি প্রত্যাহার করা না হয়, যদি জেলে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সনাতনীরা রাস্তায় আছে, থাকবে। পরে সমাবেশ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়, মিছিলটি চেরাগী চত্বরে থেকে শুরু হয়ে আন্দরকিল্লা মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
- মা.ফা.