চট্টগ্রামে আইইবি’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ মে ০৮, ১২:২৯ অপরাহ্ন

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ইঞ্জিনিয়ার্স ডে-২০২৩। দিবসটি উপলক্ষে ৭ মে রবিবার সকাল ৯টায় জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন করা হয়। এরপর শপথ বাক্য পাঠ, সাড়ে ৯টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সকাল ১১টায় সংবাদ সম্মেলন আয়োজন করে প্রকৌশলীদের ৬টি দাবি উপস্থাপন করা হয়।

 

দাবিগুলো হলো- প্রকৌশল সংস্থাসমূহের শীর্ষ পদগুলোতে প্রকৌশলী পদায়ন করা, পলিটেকনিক্যাল শিক্ষকদের বর্তমান চাকুরী কাঠামো পরিবর্তন করা, প্রকৌশল ভিত্তিক ক্যাডার (ইঞ্জিনিয়ারিং ক্যাডার) ব্যবস্থার প্রবর্তন করা, বেসরকারী প্রকৗশলীদের জন্য চাকুরী বিধি প্রণয়ন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ক্যাডারভূক্ত করা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশল বিভাগ সৃষ্টি করা।

 

সংবাদ সম্মেলনে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন সাংবাদিকদের বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী সমাজ অগ্রণী সেনানী হিসেবে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তিনি বলেন, বর্তমানে দেশের প্রধান যে সব সমস্যা তার বেশীর ভাগই প্রযুক্তি নির্ভর, যেমন- বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, জলাবদ্ধতা, যানজট, শিল্প-কারখানার নিরাপত্তা, ভবন ধ্বস ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে এসব সেক্টরে ব্যবস্থাপনা অনেকটাই আমলা নির্ভর। উন্নয়নকে গতিশীল করতে প্রকৌশল ব্যবস্থাপনার বিকল্প নেই।

 

সংবাদ সম্মেলনে কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী এসএম শহিদুল আলম চট্টগ্রাম কেন্দ্রের সার্বিক কর্মকান্ড সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

 

এর আগে ব্যান্ড পার্টি, সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও বিভিন্ন প্লে-কার্ডসহ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আইইবি, চট্টগ্রাম কেন্দ্র প্রাঙ্গন থেকে শুরু হয়ে কাজীর দেউড়ী মোড়, আলমাস সিনেমা মোড়, ওয়াসা মোড়, লালখান বাজার মোড় হয়ে পূনরায় কেন্দ্রে এসে শেষ হয়।

 

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী এসএম শহিদুল আলম, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, নব-নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী এমএ রশীদ, নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী, নব-নির্বাচিত সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, প্রাক্তন চেয়রম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী ও প্রাক্তন ভাইস-চেয়রম্যান প্রকৌশলী উদয় শেখর দত্তসহ আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রাক্তন নেতৃবৃন্দ, কাউন্সিল সদস্যবৃন্দ এবং নব-নির্বাচিত নেতৃবৃন্দসহ দু’শতাধিক প্রকৌশলী এসময় উপস্থিত ছিলেন।

 

সন্ধ্যা ৭টায় কেন্দ্রের প্রাক্তন নির্বাহীদের সংবর্ধনা, আলোচনা ও স্মৃতিচারণ এবং রাত সাড়ে ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।


- মা.ফা.


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework